ছোটবেলায় দশ বাই দশ ফুট মাপের একটি ঘরে থাকতেন অভিনেতা ভিকি কৌশল। এক সাক্ষাৎকারে তা নিয়ে স্মৃতিচারণা করেছেন ব্লকবাস্টার উড়ি ছবির এই অভিনেতা। ডিসকভারি প্লাসের অ্যাডভেঞ্চার শো ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’র একটি পর্বে উপস্থিত হয়ে ভিকি বলেন, যে বাড়িতে তিনি বড় হয়েছেন সেখানে ‘কোন আলাদা রান্নাঘর বা বাথরুম ছিল না’। শুক্রবার প্রিমিয়ার হবে এই এপিসোড।
শোতে এসে ভিকি বলেন, ‘এমন একটি বাড়িতে বড় হয়েছি যা বলতে গেলে এখনকার দিনে যে বস্তিঘর তার থেকে কিছুটা বড় আকারের। একটি ১০ বাই ১০ ঘর, যেখানে আলাদা বাথরুম ছিল না। পরিবারের সকলে মিলে এক বাথরুম ব্যবহার করেছি। রান্না ঘর ছিল খুবই ছোট। পরিবারের সকলের জন্য আলাদা রুম ছিলো না। সেখানেই আমার জন্ম। এবং সেখান থেকেই আমার পরিবারিক যাত্রা শুরু হয়েছে। আমি পরিবারের সঙ্গে প্রতিটা ধাপ পাড় করে এসেছি। আমি মনে করি কষ্টের ওইদিনগুলো আমাকে একজন আত্মনির্ভর মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে।’
‘ইনটু দ্য ওয়াইল্ড’ টেলিভিশনের জনপ্রিয় অ্যাডভেঞ্চার শো। সেখানে কখনও বেয়ার গ্রিলসকে একা একা অ্য়াডভেঞ্চার ট্যুরে বেড়িয়ে পড়তে দেখা যায়। আবার কখনও সেলিব্রিটিরা তাঁর সঙ্গে যোগ দেন। এবার বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে মেতে উঠতে দেখা যাবে ভিকিকে।
গুঞ্জন রয়েছে এই বছর ডিসেম্বরে প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ইতিমধ্যেই যার প্ল্যানিং চলছে।