হোম > বিনোদন > বলিউড

কাশ্মীর ফাইলসের জোয়ারে বচ্চন পান্ডেতে ভাটা

মুক্তির পর থেকেই সিনেপাড়া থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই সরগরম ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে। নব্বইয়ের দশকে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের ওপর নির্যাতনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। গত ১১ মার্চ ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ ১৯৯০ সালের ওই ঘটনাপ্রবাহকে একটি গল্পের মধ্য দিয়ে তুলে ধরেছে। 

বেশ আলোচিত-সমালোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। এক পক্ষ বলছে, ‘উপত্যকার রক্তাক্ত ইতিহাসকে এড়িয়ে যাওয়া হয়েছে এত দিন, সেই ঘটনাবলির ওপর আলো ফেলেছে এ সিনেমা।’ আর অন্য পক্ষ বলছে, ‘এই সিনেমা বস্তুনিষ্ঠতাকে এড়িয়ে বরং ইসলামভীতি উসকে দিচ্ছে।’ এসব আলোচনা-সমালোচনার মধ্যেই ক্ষমতাসীন বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা কুড়িয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ‘দ্য কাশ্মীর ফাইলস’ দারুণ ব্যবসা করছে বক্স অফিসে। মুক্তির এক সপ্তাহের মাথায় বক্স অফিস কাঁপাচ্ছে এই ছবি। এরই মধ্যে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। এমনকি ‘বাহুবলী ২’-এর বক্স অফিস কালেকশনকে টক্কর দিতে যাচ্ছে বলেও আলোচনা উঠেছে। ছবিটি নির্মাণ করেছেন বিবেক আগ্নিহোত্রী। এতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী ও অতুল শ্রীবাস্তবের মতো অভিনয়শিল্পীরা। 

এদিকে কাশ্মীর ফাইলসের জোয়ারের মধ্যে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ‘বচ্চন পান্ডে’র বক্স অফিস কালেকশনে অনেকটা ভাটা পড়ছে বলা যায়। গতকাল শুক্রবার মুক্তির দিনে ‘বচ্চন পান্ডে’ ছবিটি আয় করেছে ১৩ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার কারণেই আশানুরূপ ফল আসেনি প্রথম দিন। ‘বচ্চন পান্ডে’ সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন কৃতি শ্যানন, আরশাদ ওয়ার্সি ও জ্যাকুলিন ফার্নান্দেজ। 

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র