তামিল পরিচালক অ্যাটলি কুমার-এর প্রথম হিন্দি ছবিতে অভিনয় করবেন শাহরুখ খান। ছবিতে তাঁকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সেই ছবির শুটিং সেপ্টেম্বরে শুরু হবে বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম। শুটিং হবে পুনেতে। ১০ দিনের শিডিউল রয়েছে পুনেতে। তারপর মুম্বাই ও দুবাইয়ের বেশ কিছু জায়গায় হবে ছবির শুটিং। এই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা নয়নতারাকে। এছাড়াও রয়েছে আরও এক চমক, শাহরুখের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে কমেডিয়ান সুনীল গ্রোভার ও সানিয়া মালহোত্রাকে।
বেশ কিছুদিন আগেই ঘোষণা হয় অ্যাটলি কুমারের প্রথম হিন্দি ছবির। শাহরুখের বাড়িতেও দেখা গিয়েছিল অ্যাটলিকে। প্রায় দু’মাস আগে ছবির স্ক্রিপ্ট রিডিং করাতেই কিং খানের বাড়িতে যান পরিচালক। এই ছবিতে শাহরুখকে দেখা যাবে একজন ‘র’ অফিসারের চরিত্রে। ২০২০ সালে প্রথম এই ছবির ঘোষণা করা হয়। জানা যায়, এই ছবির বাজেট প্রায় ২০০ কোটি।
২০১৮-র ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘জিরো’। তারপর নতুন কোনও ছবিতে চুক্তিবদ্ধ হননি। ‘পাঠান’ ছবিতেই ফিরছেন কিং খান শাহরুখ। তবে এই দুইটি ছবি ছাড়াও শাহরুখকে দেখা যাবে বেশ কয়েকটি ছবিতে অতিথি চরিত্রে, যার মধ্যে রয়েছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ও রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’।