সংগীতশিল্পী শিলাজিৎ মজুমদার মাঝেমাঝে অভিনয়ও করেন। এ পর্যন্ত প্রায় ২০টি ছবিতে অভিনয় করেছেন তিনি। দেখা গেছে নাটক, সিরিয়ালেও। এবার তাঁর অভিনয়প্রতিভা দেখবে বলিউডও।
বিশাল ভরদ্বাজের ওয়েব সিরিজ দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন শিলাজিৎ মজুমদার। জানা গেছে, ‘খুফিয়া’ নামের নেটফ্লিক্স স্পাই সিরিজে অভিনয় করবেন তিনি। দিল্লিতে বর্তমানে ওয়েব সিরিজটির শুটিং চলছে। শুটিংয়ে অংশ নিতে ইতিমধ্যে দিল্লির উদ্দেশে উড়ে গেছেন শিলাজিৎ।
বিশাল ভরদ্বাজের ওয়েব সিরিজটি অমর ভূষণের ‘এসকেপ টু নো হ্যোয়ার’ স্পাই থ্রিলারের ছায়ায় তৈরি। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে টিজারও।
এ সিরিজে অভিনয় করছেন বাংলাদেশের আজমেরি হক বাঁধন। ‘খুফিয়া’ দিয়ে শিলাজিতের মতো তিনিও পা রাখছেন বলিউডে। সিরিজের শুটিং করতে বাঁধন এখন ভারতে।
এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টাবু, আলি ফজল, আশীষ বিদ্যার্থী প্রমুখ।