হোম > বিনোদন > বলিউড

নতুনরূপে আসছেন দাবাং সালমান

বিনোদন ডেস্ক

আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ’-এর পরবর্তী অতিথি ফারাহ খান। ইতিমধ্যেই শোয়ের এই পর্বের প্রমো প্রচার হচ্ছে। সেখানেই দেখা যাচ্ছে ফারাহ খান আরবাজকে জিজ্ঞেস করছেন ‘দাবাং ৩’ অনেকেরই পছন্দ হয়নি। হিট এই ফ্র্যাঞ্চাইজির কোনো ছবির এ অবস্থা মেনে নিতে পারেনি অনেকেই। ওই ছবির প্রযোজক হিসেবে কি ক্ষমা চাইবেন আরবাজ। ‘আমিও জানি এই ছবি দর্শকের অতটা ভালো লাগেনি। তবে তার জন্য ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই!’ জবাব দেন আরবাজ।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে আরবাজ বলেন, ‘তাঁরাও জানেন ‘দাবাং ৩’ দর্শকদের পছন্দমতো তৈরি করতে ব্যর্থ হয়েছি। আমাদের নিজেদেরই মনে হয়েছিল ছবিটি অতটা ভালো লাগবে না দর্শকদের। আসলে যাঁরা সিনেমা নির্মাণ করেন তাঁরা জানেন যে, অনেক সময়ই পূর্বপ্রস্তুতি থাকার পরেও আউটপুট ভালো হয় না। আমরা সেভাবেই এই প্রজেক্টে ব্যর্থ হয়েছি। তা ছাড়া ছবি মুক্তির সময় স্বাভাবিক পরিবেশও ছিল না; যা বক্স অফিসে প্রভাব ফেলে।’

তিনি আরও বলেন, ‘বেশ কিছু মানুষের ভালো লাগেনি এই ছবি। এমনটা যে হবে তা তো জানা কথাই। প্রতিবারই সালমানের ছবি ঘিরে এই ব্যাপার থাকে। তবে দাবাং ৩ -এ যা ভুল করেছি, দাবাং ৪-এ তা শুধরে নেব!’

‘দাবাং’ সিরিজের প্রযোজকের বক্তব্য, ‘দাবাং ৩-এর ভুলগুলো ধরতে পেরেছি। বুঝতেও পেরেছি। মৃত না হলে যেমন পোস্টমর্টেম করা যায় না। কথাটা ছবির ক্ষেত্রেও প্রযোজ্য। একবার মুক্তি পাওয়ার পর সেই ছবির ঠিক ভুলগুলো কাটাছেঁড়া করা যায়। “দাবাং”-এর প্ল্যান চলছে। আরও চমক নিয়ে এই ছবি নির্মাণ করা হবে। অবশ্যই সব চমক সালমান খানকে ঘিরে থাকবে।’

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ