১১ হাজার ৫৬২ ফুট উচ্চতায় লাদাখ উপত্যকায় তাবু ফেলে দেখানো হচ্ছে ‘বেলবটম’। একে বিশ্বের উচ্চতম সিনেমা হল বললেও ভুল হবে না। কারণ, এতটা উচ্চতায় তাবু ফেলে হলে চলছে এমন কোনও ছবি দেখানো হয়েছে তেমন রেকর্ড নেই। আর সেই প্রেক্ষিতেই নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না অক্ষয় কুমার। তিনি বলেন, ‘আমার বুক গর্বে ফুলে উঠছে এটা দেখে যে বিশ্বের উচ্চতম মোবাইল থিয়েটারে ছবিটি প্রদর্শিত হচ্ছে। যেখানকার উচ্চতা ১১,৫৬২ ফুট। -২৮ ডিগ্রিতেও এই থিয়েটার সিনেমা দেখানোর ক্ষমতা রাখে। অভূতপূর্ব!’
অক্ষয় কুমার অভিনীত বহুপ্রতীক্ষিত এই ছবি নিয়ে এমনিতেই সিনেপ্রেমীদের উন্মাদনা ছিল। মুক্তির পর প্রেক্ষাগৃহে অতটা ভালো চলেনি। তবে সেই দর্শকখরা করোনার কারণেই বলা যায়। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯ অগস্ট মুক্তি পেয়েছে। আর তার এক সপ্তাহের মধ্যেই লাদাখের এক মোবাইল থিয়েটার অর্থাৎ অস্থায়ী প্রেক্ষাগৃহে দেখানো হল ‘বেলবটম’। ছবি শেয়ার করে অক্ষয় নিজেই জানিয়েছেন সেকথা।