চলতি বছরে বড়পর্দায় হাজির হওয়ার কথা থাকলেও সেই সম্ভাবনা বাতিল করেছেন টম ক্রুজ। ভ্যারাইটিতে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, ফের পিছিয়েছে টম ক্রজের ‘টপ গান: ম্যাভরিক’ এবং ‘মিশন ইম্পসিবল ৭’। কেন মুক্তির তারিখ ঘোষণা করেও ফের পিছালো টম ক্রুজের ছবি? তাও আবার একসঙ্গে দুটি ছবি। তা নিয়েও প্রশ্ন উঠেছে।
জানা গেছে, এর একমাত্র করোনা। চলতি বছরের ১৯ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘টপ গান: ম্যাভেরিক’-এর। ছবিটি পুরোপুরি মুক্তির জন্য প্রস্তুতও। তা পিছিয়ে করা হয়েছে ২০২২ এর ২৭ মে। আবার আগামী বছর ২৭ মে তে মুক্তি পাওয়ার কথা ছিল টমের ‘মিশন ইম্পসিবল’ সিরিজের ৭ নম্বর ছবির। তা পিছিয়ে আপাতত করা হয়েছে ২০২২ এর ৩০ সেপ্টেম্বর। গত দেড় বছরে এই করোনার কারণে একাধিকবার মুক্তির তারিখ পিছিয়েছে এই দুই ছবির।
তাই অন্যভাবে দেখলে, যত অপেক্ষা বাড়বে তত হয়ত হলমুখী হওয়া দর্শকের সংখ্যাটা বাড়বে।