হোম > বিনোদন > বলিউড

আমির-কিরণের বিয়ে ভাঙল

বিয়ে ভাঙলেন আমির খান ও কিরণ রাও। দীর্ঘ ১৫ বছরের সংসারজীবনে দাঁড়ি চিহ্ন বসিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন বলিউডের জনপ্রিয় এই তারকা দম্পতি। তবে বিচ্ছেদের খবরে রাখঢাক নয়; বরং আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তাঁরা।

তাঁরা লিখেছেন, ‘এই ১৫ বছরের দারুণ সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক বেড়ে উঠেছে। এবার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে।’

তবে এ বিচ্ছেদ হঠাৎ নয়। সময় নিয়ে, পরিকল্পনা করে, পরিস্থিতি বুঝেই বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন আমির-কিরণ। বলছেন তাঁরা, ‘আমরা বহুদিন আগে থেকেই আলাদা হয়ে যাওয়া নিয়ে চিন্তা করছিলাম। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তবে এই সিদ্ধান্ত আমাদের সন্তান আজাদের ওপর পড়বে না। আমরা দুজনেই আজাদকে বড় করে তুলব। একসঙ্গে ছবি ও পানি ফাউন্ডেশনের কাজ করব।’

আমাদের বন্ধু, আত্মীয়-পরিজনকে ধন্যবাদ আমাদের পাশে সব সময় থাকার জন্য। এই সময়টাতেও আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা চাই। এই বিবাহবিচ্ছেদকে কখনোই শেষ হিসেবে নয়, বরং নতুন শুরু হিসেবে দেখার অনুরোধ করছি।

আমির খান ও কিরণ রাও

২০০২ সালে আমির তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। তারপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। `লগান' ছবির শুটিং ফ্লোরেই কিরণ রাওয়ের সঙ্গে আমিরের আলাপ। এই ছবিতে কিরণ রাও ছিলেন সহপরিচালক।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র