সুজয় ঘোষের ‘কাহানি’ ছবিতে ঠাণ্ডা মাথার ভাড়াটে খুনি ‘বব বিশ্বাস’ চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এবার সেই বব বিশ্বাসকে নিয়েই পুরো ছবি তৈরি করেছেন সুজয়। ছবির নামও রাখা হয়েছে ‘বব বিশ্বাস’।
তবে এবার আর শাশ্বত নয়, বব হয়ে পর্দায় এসেছেন অভিষেক বচ্চন। ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্য়ে মুক্তি পেয়েছে ‘বব বিশ্বাস’-এর ট্রেইলার।
লকডাউনের কারণে ছবির শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। ফলে সেই সময়, বাড়তি ওজন ধরে রাখা রীতিমতো কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছিল অভিষেকের জন্য। সেটা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিষেক।