মারা গেছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা নীতেশ পাণ্ডে। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
সংবাদপত্রটি প্রতিবেদনে জানায়, মহারাষ্ট্রের নাসিকের লাগাতপুরী অঞ্চলে শুটিং করতে গিয়েছিলেন অভিনেতা নীতেশ। সেখানে এক হোটেলের কক্ষ থেকে তাঁর মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই অভিনেতা। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
বিগত ২৫ বছর ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন নীতেশ। জনপ্রিয় টিভি শো ‘অনুপমা’য় ধীরাজ কাপুরের ভূমিকায় অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছিলেন। ‘ড্রিম ক্যাসেল প্রোডাকশন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও চালাতেন নীতেশ পাণ্ডে।