নতুন রিয়েলিটি শো নিয়ে আসছেন প্রযোজক একতা কাপুর। ‘বিগ বস’ শেষ হতে না হতেই আরেকটি বড় শোয়ের ঘোষণা দিলেন তিনি। জানা গেছে, নতুন এই শো হবে বিগ বসের চেয়েও বড় আয়োজনের। ভারতীয় ছোটপর্দার ইতিহাসে সবচেয়ে দুঃসাহসী হবে সেটি।
যেখানেই বিতর্ক বা দুঃসাহসের গন্ধ, সেখানেই কঙ্গনা রানাউত। নতুন এই রিয়েলিটি শোয়ের সঙ্গেও জড়াচ্ছে কঙ্গনার নাম। ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে কঙ্গনাকে বেছে নিয়েছেন একতা কাপুর। এই শো দিয়েই প্রথমবারের মতো উপস্থাপনায় নাম লেখাবেন অভিনেত্রী।
এ মাস থেকেই ওটিটি প্ল্যাটফর্ম অল্ট বালাজি ও ম্যাক্স প্লেয়ারে দেখা যাবে কঙ্গনার উপস্থাপনায় নতুন এই শো। থাকছে না সেন্সরের কাঁচিও। শোনা যাচ্ছে, আমেরিকান রিয়েলিটি শো ‘টেম্পটেশন আইল্যান্ড’-এর আদলে নাকি তৈরি হচ্ছে এই শো।