মাহেন্দ্র সিং ধোনির বায়োপিকে ধোনির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। ‘৮৩’ ছবিতে কপিল দেবের চরিত্রে রণবীর সিং। ‘আজহার’ ছবিতে আজহার উদ্দিনের চরিত্রে ইমরান হাশমি। এবার তৈরি হচ্ছে সৌরভ গাঙ্গুলীর জীবনী নিয়ে ছবি, আর সেই ছবিতে সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে ব্যাপক আলোচনা আর রহস্য তৈরি হয়েছে। অবশেষে ভারতীয় গণমাধ্যম বলছে, খুব বড় কিছু এদিক-ওদিক না হলে ভারতের অন্যতম সেরা এই অধিনায়কের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। এর আগে খবর প্রকাশ হয়েছিল যে সৌরভের চরিত্রে অভিনয় করতে পারেন ঋতিক রোশন। কিন্তু পরে জানা যায়, তা হচ্ছে না। এরপর সম্ভাব্য তালিকয়া চলে আসে বেশ কয়েকজনের নাম। তবে সৌরভ জানিয়েছেন অভিনেতা হিসেবে রণবীরকেই বেশি পছন্দ তাঁর। রণবীরের অবশ্য এর আগেও বায়োপিক করার অভিজ্ঞতা আছে। সঞ্জয় দত্তের চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় মন ভরিয়েছে দর্শকের। ছবিটা বক্স অফিসেও হিট হয়েছে। নিজেকে পর্দার সঞ্জয় দত্ত করে তুলতে পরিশ্রমের কোনো ত্রুটি রাখেননি রণবীর। সৌরভের বায়োপিকটাও রণবীর চ্যালেঞ্জ হিসেবে নেবেন এটা বলাই যায়।
বলা হচ্ছে, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা এই অধিনায়কের বায়োপিকটাও অন্যতম সেরা হয়ে থাকবে। সৌরভ নিজে অবশ্য এ নিয়ে কিছু বলতে চাননি। ভারতীয় মিডিয়া বলছে, সমস্ত কিছু চূড়ান্ত হওয়ার পথে। কিছুদিনের মধ্যে চুক্তিতেই সই হয়ে যাবে। যেহেতু এখনো চুক্তি সই হয়নি, তাই সৌরভ এটা নিয়ে এখনো কিছু বলতে চাইছেন না।