২০১৫ সালে বলিউডে অভিষেক হয় সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠির। বাবা ও বোনের পর এবার বলিউডে অভিষেক হবে সুনীলপুত্র আহান শেঠির। সাজিদ নাদিয়াওয়ালার রোমান্টিক অ্যাকশন ঘরানার ‘তাড়াপ’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। প্রথম ছবিতে আহানের নায়িকা হিসেবে দেখা মিলবে তারা সুতারিয়ার। লুক, ফিটনেস দিয়ে আহান ইতিমধ্যে নতুন প্রজন্মের সম্ভাবনাময় নাম হিসেবে আলোচনায়।
গত মার্চেই ‘তাড়াপ’ ছবির শুটিং শেষ করেছেন আহান। এবার মুক্তি পেল ছবির ট্রেইলার। ‘তাড়াপ’-এর ট্রেইলার যতটা প্রশংসিত হচ্ছে, তার চেয়ে বেশি অভিবাদন পাচ্ছেন আহান। ট্রেইলারেই মন জয় করে নিয়েছেন আহান। তারকাদের পাশাপাশি সমালোচকদের রিভিউ—সব জায়গায় প্রশংসায় ভাসছেন। গভীর চাহনি, চমৎকার অভিব্যক্তি, ফাইটিং—সবকিছুই দুর্দান্ত ছিল আহানের। ট্রেইলারে যতবার আহান এসেছেন, ততবার মুগ্ধ করেছেন।
ট্রেলারে যেভাবে আহান ও তারার রসায়ন তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে গল্পের বুনন যেদিকে এগিয়েছে, তাতে দর্শকের আগ্রহ ধরে রাখা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। তবে রামিশা ও ঈশানের কি শেষ পর্যন্ত মিল হবে? গল্প কোন দিকে মোড় নেবে? এসব তথ্য জানতে হলে অপেক্ষা করতে হবে ‘তাড়াপ’ মুক্তি পাওয়ার দিন পর্যন্ত। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।
যদিও এই ছবির গুঞ্জনের রেশ কাটতে না-কাটতে নতুন গুঞ্জন, অক্ষয় কুমারের সঙ্গে সাজিদ নাদিওয়ালার পরবর্তী অ্যাকশন কমেডিতেও দেখা যাবে আহানকে। বাবার বন্ধু হওয়ায় অক্ষয় কুমারের সঙ্গে এমনিতেই পারিবারিকভাবে ভালো সম্পর্ক রয়েছে। যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে সেলুলয়েডে অক্ষয়-আহানের উপস্থিতি ছবির আকর্ষণ আরও বাড়িয়ে দেবে, তা বলার অপেক্ষা রাখে না।