হোম > বিনোদন > বলিউড

‘জানে দুশমন’খ্যাত বলিউড নির্মাতা রাজকুমার কোহলির মৃত্যু

‘জানে দুশমন’খ্যাত বলিউড পরিচালক ও প্রযোজক রাজকুমার কোহলি মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে আজ শুক্রবার সকালে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি বলিউড অভিনেতা আরমান কোহলির বাবা।

প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার সকালে গোসল করার জন্য বাথরুমে গিয়েছিলেন রাজকুমার। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও বাইরে না আসায় এবং সাড়া না পাওয়ায় দরজা ভাঙেন ছেলে। তখন মেঝেতে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পাওয়া যায় প্রখ্যাত পরিচালককে।

এদিন সন্ধ্যায় রাজ কুমারের শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। এদিকে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে।

প্রসঙ্গত, ১৯৬৩ সাল থেকে সিনেমার সঙ্গে জড়িত রাজকুমার। ‘ডুল্লা ভাট্টি’ তাঁর প্রথম ছবি। প্রেম চোপড়াকে নিয়ে ‘সপনি’ সিনেমা নির্মাণ করে নজর কাড়েন তিনি। প্রথম সিনেমা দিয়ে আলোচনায় আসার পর প্রচুর সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।

১৯৬৭ সালে তাঁর পরিচালিত ‘নাগিন’ সিনেমাটিও সেই সময় বেশ জনপ্রিয়তা পায়। তার পর ছেলে আরমান কোহলিকে নিয়ে আসেন অভিনয়ে। যদিও আরমান একেবারেই সাফল্য পাননি।

রাজকুমার প্রযোজিত সিনেমাগুলোর মধ্যে ‘বদলে কি আগ’, ‘নৌকর বিবি কা’, ‘রাজ তিলক’ সিনেমাগুলো সুপারহিট হয়েছিল বক্স অফিসে।

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র