খ্যাতিমান নির্মাতা রাজকুমার হিরানীর সঙ্গে বলিউড বাদশাহ শাহরুখ খান সিনেমা করতে চলেছেন এমনটা জানা গিয়েছিল আগেই। ছিল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এবার সে অপেক্ষারও অবসান হলো।
স্থানীয় সময় আজ মঙ্গলবার শাহরুখ ও রাজকুমার হিরানী দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাজ করার বিষয়টি নিশ্চিত করেন। ছোট্ট একটি ভিডিওতে একটু ভিন্ন আঙ্গিকে জানানো হয় সিনেমার নাম ও মুক্তির তারিখ।
বিগ বাজেটের এই সিনেমার নাম ‘ডাংকি’। প্রেক্ষাগৃহে আসছে ২২ ডিসেম্বর ২০২৩ অর্থাৎ আগামী বছর ক্রিসমাসের আগে। শাহরুখ ও রাজকুমার হিরানীর আনুষ্ঠানিক ঘোষণার পরপরই অভিনন্দন আর শুভকামনা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।