ইসরায়েলে হামাসের হামলায় আটকে পড়ার পরে বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচার সঙ্গে যোগাযোগ করতে পেরেছে তাঁর পরিবার। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নুসরাত নিরাপদে আছেন এবং ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে তিনি এখন ভারতের পথে।
নুসরাতের মুখপাত্র পিটিআইকে বলেন, ‘আমরা অবশেষে নুসরাতের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। দূতাবাসের সহায়তায় তাঁকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। আমরা সরাসরি ফ্লাইট পাইনি, তাই তিনি একটি ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে বাড়ির পথে আছেন।’
এদিকে নুসরাতের মা ইন্ডিয়া টিভিকে জানিয়েছেন, ‘আমরা এখন খুব খুশি, আমার মেয়ে নিরাপদে ফিরছে।’
নুসরাত হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন, সেখানে তাঁর ছবি ‘আকেলি’ প্রদর্শিত হয়েছে। নুসরাত ভারুচা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সাহি হালেভি, আমির বওত্রাস, নিশান্ত দাহিয়া ছাড়াও অনেকেই।