বিতর্ক যেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের নিত্য দিনের সঙ্গী। তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠলেও ক্ষান্ত হন না। যার কারণে আইনি বিপাকেও পড়তে হয়েছে বলিউডের কন্ট্রোভার্সি কুইনকে। তবু কঙ্গনা আছেন কঙ্গনাতেই! এবার এই বলিউড অভিনেত্রীকে ‘সংযত’ হওয়ার জন্য বলেছেন বিজেপি সাংসদ ও গায়ক-অভিনেতা মনোজ তিওয়ারি। এই বিজেপি সাংসদ বলেন, কারও সমালোচনা করার সময় সেই ব্যক্তির প্রতি যেন শ্রদ্ধাশীল থাকেন কঙ্গনা। আমার জানতে ইচ্ছে হয় কঙ্গনা কবে রাজনীতিতে আসছেন।
বিনোদন দুনিয়া হোক কিংবা রাজনীতি, প্রায় সব ব্যাপারেই মন্তব্য করবেনই তিনি। এবং তাঁর সেইসব বক্তব্যের কারণে যে বিতর্ক তৈরি হয় মুহূর্তেই, সেকথা বলার জন্য কোনও পুরস্কার নেই। একদিকে মুম্বাইকে পাক-অধুষ্যিত কাশ্মীরের সঙ্গে যেমন তুলনা করেছেন, অন্যদিকে সরকার কর্তৃক কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হতেই নিজের হতাশার কথা জানিয়েছিলেন কঙ্গনা। তা নিয়েও বেফাঁস মন্তব্য করেন এই অভিনেত্রী। দিল্লি বর্ডারে আন্দোলনরত কৃষক আন্দোলনকে ‘খালিস্তানি আন্দোলন’ বলে উল্লেখ করেন! শুধু তাই নয়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশেও বিতর্কিত মন্তব্য করতে ছাড়েননি কঙ্গনা।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশে অসম্মানজনক কথা বলেছিলেন কঙ্গনা। সেই প্রসঙ্গেও অভিনেত্রীকে একহাত নিয়েছেন এই বিজেপি সাংসদ। মুখ্যমন্ত্রীর পদে থাকা ব্যক্তিকে সম্মান জানানো উচিৎ। এত গুরুত্বপূর্ণ পদে উনি বসে আছেন যখন, তখন অবশ্যই সম্মান করা প্রয়োজন। প্রতিবাদ করবে না কেন? কিন্তু তাঁর প্রতি শ্রদ্ধা রেখেই প্রতিবাদ করা উচিৎ। মুখের ভাষার প্রতি আরও সংযম থাকা উচিৎ কঙ্গনার। কখনও কখনও উনার কথায় সেই মর্যাদাটুকুর লেশমাত্র থাকে না।’