হোম > বিনোদন > বলিউড

পৌরাণিক গল্পে রণবীর সিং

প্রথম সন্তানের অপেক্ষায় বলিউড অভিনেতা রণবীর সিং। শোনা গিয়েছিল, এই সময়টাতে পিতৃত্বকালীন ছুটি নেবেন। নতুন কোনো কাজে এখনই হাত দেবেন না তিনি। তবে এবার পিঙ্কভিলা জানিয়েছে, দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক প্রশান্ত বর্মার সঙ্গে একটি বড় বাজেটের সিনেমা নিয়ে নাকি ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছেন। গত তিন মাস ধরে পরিচালকের সঙ্গে একাধিকবার আলোচনায়ও বসেছেন তিনি।

সম্প্রতি প্রশান্তের তেলুগু-হিন্দি সিনেমা ‘হনুমান’ মন জয় করে নিয়েছে দর্শকের, সঙ্গে সমালোচক থেকেও পেয়েছে প্রশংসা। এর পরেই পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিলেন রণবীর। প্রশান্তের কাজ নাকি বরাবরই পছন্দ অভিনেতার। তখন সিনেমাটির সিক্যুয়েল ‘জয় হনুমান’ নিয়েও হয়েছিল আলোচনা। শোনা গিয়েছিল, সেই ছবিতেই প্রশান্তের সঙ্গে কাজ করতে পারেন রণবীর।

তবে আপাতত সিক্যুয়েলে নয়, সম্পূর্ণ নতুন পৌরাণিক কাহিনিনির্ভর সিনেমা নিয়েই আলোচনা চালিয়েছেন রণবীর-প্রশান্ত। তবে কথাবার্তা শুরু হলেও সিনেমাটি শুরু হতে অবশ্য এখনো ঢের দেরি। পিরিয়ড ড্রামা হওয়ায় এর বাজেটও হবে অনেক বড়। ইতিমধ্যে আলোচনা চলছে কয়েকটি বড় প্রযোজনা সংস্থা ও স্টুডিওর সঙ্গে।

তবে এর আগে বক্স অফিসে পরপর সিনেমা ব্যর্থ হওয়ায় রণবীরের ওপরে ভরসা করতে সংশয় ছিল বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থার। এবার তাই আগেভাগে নিজের ছবি নিয়ে কোনো ঘোষণা করতে চান না রণবীর।

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং