হোম > বিনোদন > বলিউড

শিল্পা শেঠির বাংলোয় ডাকাতি, আটক ২

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বাংলো বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে এ ঘটনায় আজ দুজনকে আটক করেছে মুম্বাই পুলিশ।

প্রতিবেদনে জানা যায়, গত সপ্তাহে শিল্পার জুহুর বাংলো থেকে চুরি হয় বেশ কিছু বহুমূল্য জিনিসপত্র। টের পেয়েই তড়িঘড়ি করে স্থানীয় জুহু থানায় অভিযোগ করেন অভিনেত্রী। এরপরই তদন্তে নামে মুম্বাই পুলিশ। কে বা কারা শিল্পা শেঠির বাড়িতে এই ডাকাতি চালাল, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও আজ বৃহস্পতিবার দুজনকে আটক করেছে পুলিশ। শিল্পার বাড়িতে ডাকাতির ঘটনার ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

কয়েক দিন ধরে বলিউডপাড়ায় একের পর এক তারকার বাড়িতে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। কারও লকার থেকে উধাও হচ্ছে লাখ লাখ রুপি। আবার কারও বাড়ি থেকে চুরি হচ্ছে বহুমূল্য গয়না। কয়েক দিন আগেই জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশার টাকা চুরি হয়েছিল। সালমান খানের বোন অর্পিতার বাড়ি থেকেও চুরি হয় হিরের গয়না।

প্রসঙ্গত, জুনের ৮ তারিখে জন্মদিন পালন করেছেন বলিউড অভিনেত্রী। বর্তমানে পরিবারের সঙ্গে ইতালিতে ছুটি কাটাচ্ছেন শিল্পা শেঠি।

উল্লেখ্য, ২০২১ সালে ‘হাঙ্গামা ২’ সিনেমা দিয়েই ১৪ বছর পর পর্দায় প্রত্যাবর্তন করেছেন শিল্পা। যদিও স্বামী রাজ কুন্দ্রার পর্নো-কাণ্ডের জেরে সেই মুখ থুবড়ে পড়ে। এরপর রোহিত শেঠি পরিচালিত ‘সুখী’ সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন তিনি। যেখানে পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শিল্পাকে।

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ