ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের অন্যতম ধনী অভিনেতা হিসেবে অক্ষয় কুমারের নাম রয়েছে। এত ধনী হওয়া সত্বেও সংসারের সব খরচ তাঁকে একা বহন করতে দেন না অক্ষয়ের স্ত্রী বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। সংসারের যাবতীয় খরচ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তাঁরা। টুইঙ্কেল জানান, তাঁদের দুই সন্তান আরভ এবং নিতারার পড়াশোনার যাবতীয় খরচের ভার তিনি স্বেচ্ছায় নিজের কাঁধে তুলেছেন।
টুইক ইন্ডিয়ার জন্য কাজলের সাক্ষাৎকার নিচ্ছিলেন টুইঙ্কেল। সেখানেই গল্প-আড্ডার ফাঁকে কাজলকে টুইঙ্কেল জিজ্ঞেস করেন যে কীভাবে তিনি ও তার স্বামী অজয় দেবগণ সংসারের যাবতীয় খরচ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। উদাহরণ হিসেবে নিজের প্রসঙ্গ টেনে টুইঙ্কেল বলেন,‘এই যেমন আমার দুই সন্তানের পড়াশোনার সব খরচের দায়িত্ব আমি নিয়েছি’। এরপর মজা করে তাঁর সংযোজন, ‘ভবিষ্যতে ওদের বলতে পারব যে তোরা যে আজ পড়াশোনা করে শিক্ষিত হয়েছিস, তার একমাত্র কারণ আমিই!’
২০০১ সালে বিয়ে করেছেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। তাঁদের দুই সন্তান আরভ এবং নিতারা। ২০০২ সালে আরভের জন্ম, ২০১২ সালে নিতারারি জন্ম।
অন্যদিকে বলিউডের অন্যতম সেরা দম্পতি কাজল ও অজয় দেবগন। ২১ বছর ধরে একসঙ্গে পথ চলছেন তারা। তাদের সম্পর্কের রসায়ন এখনও বেশ মজবুত।