আয়ুষ্মান খুরানা এমন একজন অভিনেতা, যার ওপর নিশ্চিন্তে বাজি ধরতে পারেন প্রযোজক-পরিচালকরা। আয়ুষ্মান থাকলেই ছবি হিট—এমন একটা ধারণা বলিউডে প্রচলিত আছে। তাঁর বিগত টানা সাতটি ছবিই ভালো ব্যবসা করেছে বক্স অফিসে। ‘বরেলি কি বরফি’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘আন্ধাধুন’, ‘বাধাই হো’, ‘আর্টিকেল ফিফটিন’, ‘ড্রিমগার্ল’, ‘বালা’—২০১৭ সাল থেকে বড়পর্দায় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। কিন্তু জানেন কি, এই অভিনেতা একসময় অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন!
এরপরই সিদ্ধান্ত নেন, আর অভিনয় করবেন না। বরং গানে কিছু করা যায় কিনা, সেই চেষ্টা করতে থাকেন। তারপর কীভাবে তিনি ফিরে পেলেন আবার অভিনয়ে ফেরার মতো মানসিক জোর, সেটা বলার আগে জেনে যাওয়া যাক একটি ঘটনা। যে ঘটনাটা বুঝতে সাহায্য করবে সাফল্য আর ব্যর্থতার দিনগুলোতে মানুষের আচরণের পার্থক্য।
বাড়ি গিয়ে ওই নাম্বারে ফোন করে মনটাই ভেঙে যায় আয়ুষ্মান খুরানার। ঐ নাম্বারটি আসলে করণের ব্যক্তিগত নাম্বার নয়, তাঁর অফিসের রিসেপশনের নাম্বার। ফোন করার পর রিসেপশনিস্ট আয়ুষ্মানকে বলেন, ছবির অডিশনের ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না।
এখন বলিউডে বেশ মজবুত আসন আয়ুষ্মানের। ভিন্নধর্মী গল্প বাছাই আর সপ্রতিভ উপস্থিতি দিয়ে তাঁকে অন্য অভিনেতার চেয়ে সহজেই আলাদা করা যায়। একসময় যিনি হতাশ হয়ে অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন, সেই অভিনয়ই তাঁকে করে তুলেছে বলিউডের আইকন। আজ এই অভিনেতার জন্মদিন।