কয়েক মাসের ব্যবধানে দুই সিনেমায় একসঙ্গে দেখা গেছে শাহরুখ খান ও সালমান খানকে। শাহরুখের ‘পাঠান’ সিনেমায় টাইগার চরিত্রে সালমানের ক্যামিও আর টাইগার সিনেমায় পাঠান চরিত্রে হাজির হয়েছিলেন শাহরুখ। কিন্তু সালমানকে হয়তো আর ক্যামিও চরিত্রে দেখা যাবে না। কারণ, ‘পাঠান ২’ ও ‘ওয়ার ২’— যশরাজের পরবর্তী এই দুই সিনেমায় থাকছে না ‘টাইগার’ সালমানের ক্যামিও।
পাঠান সিনেমায় সালমানের ক্যামিও নজর কেড়েছিল দর্শকদের। পাঠানের শেষ দৃশ্যে দুই খানের কথোপকথন দর্শকদের থেকে বাহবা কুড়িয়েছে। তাই অনেকেই আশা করছিলেন, ‘পাঠান ২’ সিনেমাতেও সালমান খানের ক্যামিও থাকবে।
তবে বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, সালমান খান ‘ওয়ার ২’ এবং ‘পাঠান ২’ সিনেমায় কোনও ক্যামিও চরিত্রে ধরা দেবেন না। সূত্রের বরাত দিয়ে আরও জানানো হয়েছে, প্রযোজক আদিত্য চোপড়া চান না টাইগার ফ্র্যাঞ্চাইজির সিনেমা ছাড়া অন্য কোথাও সালমানের উপস্থিতি বেশি হোক। এতে টাইগার চরিত্রটির মাধুর্য বা আকর্ষণ নষ্ট হতে পারে।
বলিউড হাঙ্গামা আরও জানিয়েছে, এটা কেবল নির্মাতাদের সিদ্ধান্ত নয়। সালমান খান নিজেও আর ক্যামিও চরিত্রে অভিনয় করতে চান না।