বলিউডে শোবিজ তারকাদের মাদকাসক্তি নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে বারবার। নারকোটিক কন্ট্রোল ব্যুরোর দপ্তরে প্রায়ই ডাক পড়ে তারকাদের। এবার মাদকাসক্তির প্রশ্নের মুখোমুখি হলেন অভিনেত্রী শ্রুতি হাসান।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শ্রুতি। সেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এক ভক্ত তাঁর দিকে সরাসরি প্রশ্ন ছোড়েন, আপনি কি মাদক নেন? এ প্রসঙ্গে অভিনেত্রীর জবাব, ‘না, আমি মাদকাসক্ত নই। এমনকি আমি মদও ছুঁই না। খুব সংযমী জীবনযাপন করি। আর এর জন্য আমি নিজের কাছেই কৃতজ্ঞ।’
তামিল সিনেমা থেকে শুরু করে এখন ভারতজুড়ে দর্শক মাতিয়ে যাচ্ছেন শ্রুতি হাসান। এ বছরের শুরুতেই তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ভিরা সিমহা রেড্ডি’ এবং তেলেগু সিনেমা ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ মুক্তি পেয়েছে। প্রথমটিতে নান্দামুরি বালাকৃষ্ণের ও পরেরটিতে চিরঞ্জীবীর বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি। দুটি সিনেমায় বক্স অফিসে ঝড় তুলেছে।