হোম > বিনোদন > বলিউড

মিস ইন্ডিয়ার খেতাব জিতল কর্ণাটকের সিনি শেঠি

‘মিস ইন্ডিয়া-২০২২’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন দেশটির কর্ণাটকের সিনি শেঠি। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত। আর দ্বিতীয় রানার আপ হলেন উত্তর প্রদেশের শিনাতা চৌহান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিচারকদের প্যানেলে ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা আরোরা ও ডিনো মোরিয়ার মতো তারকারা। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ৩১ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছিল। সকলকে পেছনে ফেলে সেরার শিরোপা জিতেন ২১ বছরের সিনি শেট্টি।

সাবেক মিস ইন্ডিয়া ইউনিভার্স ও অভিনেত্রী নেহা ধুপিয়া বলেন, ‘এই প্রতিভাবান মেয়েগুলোর মধ্যে প্রতিটি পর্যায়ে আমি আমার যাত্রার মুহূর্তগুলো ফিরে দেখলাম।’

এদিকে মাত্র ২১ বছর বয়সে ‘মিস ইন্ডিয়া-২০২২’ এর খেতাব জয় করলেন সিনি। জয়ের পরই নেট মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি। সিনি ফিন্যান্সে পড়াশোনা করছেন। তিনি নাচ শেখেন মাত্র চার বছর বয়স থেকে। মুম্বাইয়ের মেয়ে হলেও সিনির বেড়ে ওঠা কর্ণাটকে।

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ