অস্কার বিজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের জন্মদিন আজ। আত্মা আলোড়নকারী সুর তৈরিতে অতুলনীয় প্রতিভার প্রমাণ দিয়ে এসেছেন তিনি। তাঁর জনপ্রিয় গানের একটি ‘কুন ফাইয়া কুন’। রণবীর কাপুর অভিনীত বলিউড সিনেমা ‘রকস্টার’-এর গান এটি। কবি ও গীতিকার ইরশাদ কামিলের লেখা এই গানে কণ্ঠ দেন জাভেদ আলী, এ আর রাহমান, মোহিত চৌহান ও নিজামি ব্রাদার্স।
সেই ঘটনার কথা স্মরণ করে জাভেদ আলী বলেন, ‘আমার মনে আছে, আমি পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ‘কুন ফায়াকুন’ গাইছিলাম আর রেকর্ডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এ আর রহমান তখন আমাকে জিজ্ঞেস করেন, আপনি কি অজু করেছেন? অনুগ্রহ করে প্রথমে এটি করুন। আমিও আন্তরিকভাবে তা-ই করেছি। এমনকি অজু করার পর টুপিও পরতে হয়েছিল, তখনই গানটি আমরা রেকর্ড করি।’
এ আর রহমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে জাভেদ আলী বলেন, ‘তিনি শিল্পীদের অনেক স্বাধীনতা দেন। যদি কোনো গানে আমি যুক্ত থাকি, তিনি সত্যিই এটিকে সম্মান করেন। আমি তাঁর কাছ থেকে অনেক কৌশল শিখেছি। তাঁর আশপাশে একটা ঐশ্বরিক শক্তি আছে।’