হোম > বিনোদন > বলিউড

বক্স অফিসে মুখোমুখি করণ-একতা

বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছেন দুই বন্ধু একতা কাপুর এবং করণ জোহর। আগামী ১৯ এপ্রিল মুক্তি পাবে করণ জোহর প্রযোজিত সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। আর সেদিনই নিজের প্রযোজিত সিনেমা ‘লাভ সেক্স অওর ধোঁকা ২’ মুক্তির ঘোষণা দিয়েছেন একতা।

করণ জোহর প্রযোজিত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। সিনেমাটি প্রথমে মার্চে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ‘যোদ্ধা’ সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে মার্চে আনেন করণ জোহর। তাই বাধ্য হয়ে পিছিয়ে দিতে হয়েছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র মুক্তির তারিখ। এর আগে ‘যোদ্ধা’ গত ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ‘ডানকি’ ও ‘সালার পার্ট ১’ এর জন্য তখন মুক্তি পায়নি সিনেমাটি।

অন্যদিকে এবারের ভালোবাসা দিবসে একতা কাপুর ‘লাভ সেক্স অওর ধোঁকা ২’ এর মোশন পোস্টার প্রকাশ্যে আনেন। সেখানে জানানো হয় সিনেমাটি আগামী ১৯ এপ্রিল মুক্তি পাবে। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘লাভ সেক্স অওর ধোঁকা’ মুক্তি পায় ২০১০ সালে। এবার তৈরি হয়েছে সিনেমাটির সিকুয়্যাল। তবে এখনো পর্যন্ত জানা যায়নি এতে কারা অভিনয় করেছে।

উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বরে প্রথমবারের মতো দুই বন্ধু একতা কাপুর এবং করণ জোহর একসঙ্গে সিনেমা প্রযোজনার ঘোষণা দেন। আর সেই সিনেমাতে মুখ্য চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। সিনেমাটি পরিচালনা করবেন ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজ পরিচালক সন্দীপ মোদী।

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ