হোম > বিনোদন > বলিউড

শুরু হচ্ছে ‘ওয়ার ২’-এর শুটিং, হৃতিকের সঙ্গে থাকছেন জুনিয়র এনটিআর

যশরাজ স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘ওয়ার ২’ নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শিগগিরই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। সেখানে হৃতিক রোশনের সঙ্গে যোগ দেবেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দৃশ্যধারণের কাজ। তবে হৃতিক ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করলেও জুনিয়র এনটিআর যোগ দেবেন মার্চ বা এপ্রিল মাস থেকে।

এদিকে পিঙ্কভিলা জানিয়েছে, জুনিয়র এনটিআর বর্তমানে জাহ্নবী কাপুরের সঙ্গে ‘দেবারা’র শুটিং করছেন। এর কাজ শেষ হওয়ার পর তিনি ‘ওয়ার ২’ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন। সূত্রের পক্ষ থেকে জানানো হয়েছে, জুনিয়র এনটিআর বর্তমানে তাঁর সমস্ত সময় ‘দেবারা’ সিনেমায় দিচ্ছেন। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যেই এর শুটিং শেষ হয়ে যাবে বলেই জানা গেছে। এটা শেষ করে তিনি তাঁর পরবর্তী প্রজেক্টে হাত দেবেন।

আরও জানানো হয়েছে, মার্চ বা এপ্রিল থেকে ‘ওয়ার ২’-এর কাজ শুরু করবেন জুনিয়র এনটিআর। ‘ওয়ার ২’-এর পর আবার জুনিয়র এনটিআর প্রশান্ত নীলের পরিচালনায় ‘এনটিআর ৩১’-এর কাজ শুরু করবেন।

উল্লেখ্য, যশরাজ স্পাই ইউনিভার্সের ষষ্ঠ সিনেমা ‘ওয়ার ২’। ইতিমধ্যেই ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’, ‘টাইগার ৩’ মুক্তি পেয়েছে। পরবর্তী সময়ে আসতে যাচ্ছে এই স্পাই ইউনিভার্সের ‘পাঠান ভার্সেস টাইগার’।

প্রসঙ্গত, ‘ওয়ার’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত সিনেমাটি বক্স অফিসে তখন ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল।

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ