গত শুক্রবার পুনম পান্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়, পরে অভিনেত্রীর ম্যানেজারের বরাতে ভারতের একাধিক শীর্ষ সংবাদমাধ্যমে পুনমের মৃত্যুর খবর সামনে আসে। এতে বলা হয়, জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে ৩২ বছর বয়সী এই অভিনেত্রী মারা গেছেন। পরদিন এক ভিডিও বার্তায় পুনম জানান, তিনি বেঁচে আছেন। সঙ্গে জানান, একটি বিশেষ উদ্দেশ্য থেকে মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিলেন নিজেই। আর এর জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
তবে মৃত্যু নিয়ে এ ধরনের ‘প্রচার’ ভালো চোখে দেখছেন না নেটিজেন থেকে শুরু করে শোবিজ-সংশ্লিষ্ট ব্যক্তিরা। নিজেকে জীবিত ঘোষণার পর পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হতে থাকেন পুনম। শুধু সাধারণ মানুষই নন, মৃত্যু নিয়ে এমন অপপ্রচারে ক্ষিপ্ত হয়েছেন পুনমের বলিউড সহকর্মীরা।