হোম > বিনোদন > বলিউড

আগামী বছর মুক্তি পাবে ‘থ্যাংক গড’

বলিউডে একের পর এক নতুন নতুন চলচ্চিত্রের মুক্তির তারিখ ঘোষণা করা হচ্ছে। দীর্ঘ সময় সিনেমা হলগুলো বন্ধ থাকার পর যেন স্বাভাবিক পরিবেশে ফিরছে বলিউড। তারকারা প্রচণ্ড ব্যস্ত হয়ে পরেছেন তাঁদের সিনেমা নিয়ে ভক্তদের কাছে ফিরতে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এরই মধ্যে সিদ্ধার্থ মালহোত্রা ও রাকুল প্রীতের সঙ্গে অভিনীত ‘থ্যাংক গড’ সিনেমাটির মুক্তির তারিখ জানিয়েছেন বলিউড তারকা অজয় দেবগন। ২০২২ সালের ২৯ জুলাই সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে এক ফেসবুক পোস্টে জানান তিনি।

ফেসবুক পোস্টে অজয় লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ২০২২ সালের ২৯ জুলাই মুক্তি পেতে যাচ্ছে থ্যাংক গড। হাস্যরসের মধ্য দিয়ে সিনেমাটিতে বেশ কিছু বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।’

এই সিনেমার অন্যতম প্রধান চরিত্র রাকুল প্রীতও তাঁর ইনস্টাগ্রাম আইডিতে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ছবি শেয়ার করে একই তথ্য জানিয়েছেন। মারুতি ইন্টারন্যাশনাল ও টি সিরিজের ব্যানারে নির্মিত হচ্ছে ‘থ্যাংক গড’।

এই চলচ্চিত্রটির নির্দেশনায় রয়েছেন নির্মাতা ইন্দ্র কুমার। প্রযোজনায় রয়েছেন ভূষণ কুমার, ইন্দ্র কুমার ও অশোক ঠাকরে। 

প্রসঙ্গত, সর্বশেষ অজয় দেবগনকে দেখা গেছে ‘সূর্যবংশী’–তে। তাতে অক্ষয় কুমার, রণবীর সিং ও ক্যাটরিনা কাইফের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন তিনি। এরই মধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে ‘সূর্যবংশী’।

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র