হোম > বিনোদন > বলিউড

হাসপাতালে সাইফ আলী খানের সঙ্গে দেখা করে আপ্লুত সেই অটোচালক

ছবি: সংগৃহীত

সাইফ আলী খান অটোচালক ভজন সিং রানার সঙ্গে দেখা করেছেন। যিনি ১৬ জানুয়ারি ভোরে অভিনেতাকে তাঁর বাড়িতে ছুরিকাঘাতের পর হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সাইফ আলী খান ২১ জানুয়ারি লীলাবতী হাসপাতাল ছেড়ে যাওয়ার আগে ভজন সিং রানার সঙ্গে দেখা করেন।

একটি ছবিতে দেখা গেছে, সাইফ আলী খান হাসছেন এবং ভজন সিং রানার পাশে দাঁড়িয়ে রয়েছেন। আরেকটি ছবিতে দেখা যায়, সাইফ তাঁর কাঁধে হাত রেখেছেন।

গত বুধবার দিবাগত রাতে সাইফের বাসভবন সদগুরু শরণে এক চোর ঢুকে তাঁর ওপর হামলা চালায়। অভিনেতার শরীরের ছয় জায়গায় ছুরিকাঘাত করা হয়। পরে সাইফ ছয় দিন হাসপাতালে কাটান এবং মারাত্মক ক্ষত সারানোর জন্য দুটি অস্ত্রোপচার করান। হামলার পর একটি অটোরিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অটোচালক ভজন সিং রানা জানান, তিনি জানতেন না যে তাঁর যাত্রী সাইফ আলী খান। জরুরি পরিস্থিতিতে তিনি সাহায্য করেন। মঙ্গলবার সাইফ ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করার পর রানা বলেন, ‘তাঁরা আমাকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন। তাঁর মা ও সন্তানেরাও উপস্থিত ছিলেন। আমি তাঁকে বলেছিলাম, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তাঁর জন্য আমি প্রার্থনা চালিয়ে যাব।’

এনডিটিভিতে সাক্ষাৎকারে রানা বলেন, ‘সেই রাতে লিঙ্কিং রোড দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একজন এসে রিকশা থামানোর অনুরোধ করেন। আমি জানতাম না যাত্রীটি কে। যখন দেখলাম, তিনি রক্তাক্ত শার্ট পরে ছিলেন। সঙ্গে একটি শিশু ও এক যুবকও ছিল।’

এই ঘটনার পরে পুলিশ শরিফুল ইসলাম শেহজাদ নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে, যিনি ভুয়া পরিচয়ে ভারতে বসবাস করছিলেন এবং সাইফ আলী খানকে ছুরিকাঘাতের অভিযোগে অভিযুক্ত।

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ