হোম > বিনোদন > বলিউড

সোনাক্ষী সিনহার পছন্দের দুই সিরিজ

বিনোদন ডেস্ক

সোনাক্ষী সিনহা। ছবি: ইনস্টাগ্রাম

কী দেখবেন—সিদ্ধান্ত নিতে পারছেন না যাঁরা, তাঁরা নজর রাখতে পারেন সোনাক্ষী সিনহার এই সময়ের ওয়াচলিস্টে। বোম্বে টাইমসকে বলিউড অভিনেত্রী জানিয়েছেন, বর্তমানে কোন দুই সিরিজে বুঁদ হয়ে আছেন তিনি।

ডাব্বা কার্টেল

ডাব্বা কার্টেল

ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হিন্দি সিরিজটি। কয়েকজন মধ্যবিত্ত নারীর গল্প, যারা খাবারের ব্যবসা করে। বাড়িতে রান্না করে লাঞ্চবক্সে ভরে অর্ডারমাফিক সেই খাবার পাঠানো হয় বিভিন্ন অফিসে। দুর্ঘটনাবশত তারা জড়িয়ে পড়ে মাদক কারবারিতে। তাদের লাঞ্চবক্সে করে মাদক পরিবহন হতে থাকে। নেটওয়ার্ক বিস্তৃত হয়, তাদের পিছু নেয় পুলিশ। এতে অভিনয় করেছেন শাবানা আজমী, জ্যোতিকা, শালিনী পাণ্ডের মতো জনপ্রিয় অভিনেত্রীরা। সিরিজটি নিয়ে সোনাক্ষী সিনহার মন্তব্য, ‘সিরিজটি ভীষণ উপভোগ করেছি। নারী চরিত্রদের প্রধান করে অসাধারণ একটা কাজ। অভিনয়ের তো কোনো তুলনা হয় না। সিরিজের গল্প আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রেখেছিল।’

মডার্ন ফ্যামিলি

মডার্ন ফ্যামিলি

আলোচিত এই সিটকম সোনাক্ষী সিনহার সব সময়ের প্রিয়। এবিসি চ্যানেলে ২০০৯ সালে শুরু হয়েছিল ‘মডার্ন ফ্যামিলি’র প্রচার। সাফল্যের সঙ্গে ১১টি সিজন পার করে ২০২০ সালে শেষ হয়েছে সিরিজটি। প্রচারিত হয়েছে ২৫০টি পর্ব। লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে বসবাসকারী তিনটি ভিন্ন ধরনের পরিবারের গল্প উঠে এসেছে এতে। একক, যৌথ ও সমকামী—তিন পরিবারের প্রতি মুহূর্তের গল্প দেখানো হয়েছে কমেডির মোড়কে। মডার্ন ফ্যামিলি নিয়ে সোনাক্ষী বলেন, ‘ভীষণ হাসির একটি গল্প, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি মানুষের আচরণ, বিশ্বাস আলাদা হওয়া সত্ত্বেও পরিবারের সদস্যরা কীভাবে একজন আরেকজনের পাশে দাঁড়ায়, বোঝার চেষ্টা করে। একটি পরিবার কেমন হওয়া উচিত, সেটা শেখা যায় এ সিরিজ থেকে। অনেক বছর ধরেই মডার্ন ফ্যামিলি আমার অন্যতম পছন্দের সিরিজ। এটা আমি বারবার দেখতেও রাজি।’

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ