নতুন বছরের শুরুতে বলিউডের বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের কারণে পিছিয়ে যায় তা। অবশ্য গত কয়েক সপ্তাহে মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিগ বাজেট ছবির। সবশেষ ঘোষণা হলো অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’ সিনেমার মুক্তির তারিখ।
ভক্তরা অপেক্ষায় ছিল কখন হলে আসবে ‘পৃথ্বীরাজ’। আজ বৃহস্পতিবার যশরাজ ফিল্মস সেই সাসপেন্সের অবসান ঘটিয়েছে। আগামী ১০ জুন সিনেমা হলে মুক্তি পাবে ‘পৃথ্বীরাজ’। ছবিটি হিন্দি, তামিল ও তেলুগু—তিনটি ভাষায় মুক্তি পাবে। মুক্তির তারিখের পাশাপাশি ধারাবাহিকভাবে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, মানুষি ছিল্লার, সোনু সুডের চরিত্রের পোস্টার প্রকাশ করেছেন প্রযোজকেরা।
সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বিশ্বস্ত কাকা কানহার ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে। আর সোনু সুদ রয়েছেন চাঁদ ভারদাই চরিত্রে। ‘পৃথ্বীরাজ’ সিনেমা পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী।