জনপ্রিয় বলিউড তারকা কারিনা কাপুর খান করোনামুক্ত হয়েছেন। ইনস্টাগ্রামে এ তথ্য অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি লেখেন, ‘আমার কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে। এই দুঃসময়ে আমাদের আগলে রাখার জন্য আমার প্রিয় বোনকে ধন্যবাদ। আমার প্রিয় বন্ধু অমৃতা, আমরা পেরেছি।’
একই পোস্টে বলিউডের এই অভিনেত্রী তার ভক্ত, চিকিৎসক এবং বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনকে ধন্যবাদ জানিয়েছেন।
কারিনা তাঁর স্বামী অভিনেতা সাইফ আলী খানের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন স্টোরিতে।
কিছুদিন আগে করোনা আক্রান্ত হন কারিনা। জানা যায়, নির্মাতা করন জোহরের বাড়িতে নৈশভোজের দাওয়াত খেয়ে ফেরার পরই তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। তার বন্ধু অমৃতাও কোভিড পজিটিভ হন।