হোম > বিনোদন > বলিউড

উল্টো মাস্ক পরে হাসির খোরাক সালমান খান

রাশিয়া এবং তুরস্কে ‘টাইগার ৩’ ছবির কাজ সেরে দেশে ফিরেছেন বলিউড তারকা সালমান খান। যথারীতি মুম্বাই বিমানবন্দরে তাঁকে একঝলক দেখতে ও ছবি তুলতে অপেক্ষা করছিলেন ভক্তরা। কিন্তু একি! সালমান খান মাস্ক পরেছেন উল্টো! বিষয়টি হাসির খোরাক হয়ে উঠছে অনুরাগী, ভক্তদের কাছে। কেউ কেউ নাকি ব্যঙ্গ করে বলেছেন, মাস্ক পরার অভ্যাস না থাকলে এ ধরনের ভুল হওয়াটাই স্বাভাবিক।

উল্টো মাস্ক পড়ার ছবি ও একটি ভিডিও parulkhanna 01 একটি ইনস্টাগ্রামে আইডিতে দেখা যায়। এ ছাড়া ভারতীয় একটি গণমাধ্যমের সংবাদ হয়ে ওঠে বিষয়টি। 
কালো টি শার্টের সঙ্গে ডেনিম শার্ট পরেছিলেন সালমান খান। মাথায় টুপি। মুখে পরেছিলেন কালো মাস্ক। সালমানের মাস্কে সোনালি রঙের সুতো দিয়ে ফুটিয়ে তোলা তাঁর নামের প্রথম অক্ষর দুটি ‘এস কে’। কিন্তু তিনি মাস্কটি উল্টো পরার ফলে সেই অক্ষর দুটিও উল্টো দেখাচ্ছিল।

সেই অবস্থাতেই চিত্রগ্রাহকদের ক্যামেরায় দৃশ্যবন্দী হন এই বলিউড তারকা।  এ দৃশ্য দেখে হাসি চেপে রাখতে পারলেন না তাঁর একনিষ্ঠ অনুরাগীরাও। কেউ কেউ ব্যঙ্গ করেছেন, কেউ তাঁকে ঠিক করে মাস্ক পরার উপদেশ দিয়েছেন। জানা গেছে, ‘বিগ বস’-এর পনেরোতম পর্যায় সঞ্চালনার দায়িত্ব তাঁরই কাঁধে। শিঘ্রই শুরু হবে এই শো তাই দেশে ফিরে এসেছেন তিনি।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র