হোম > বিনোদন > বলিউড

বলিউডের সেই ছবিতে বাঁধন

বলিউডের ‘হায়দার’ খ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ নামের আলোচিত সিনেমাটিতেই দেখা যাবে আজমেরি হক বাঁধনকে। যার সত্যতা নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে একটি স্থিরচিত্র প্রকাশ করে খবরটি শেয়ার করেন বিশাল। ছবিতে ‘হ্যাশট্যাগখুফিয়া’ যুক্ত করে বিশাল ভরদ্বাজ লিখেন, ‘বাংলাদেশের দুর্দান্ত অভিনেত্রী বাঁধনকে পেয়ে আমি খুবই আনন্দিত।’

বাঁধনও নিশ্চিত করেছেন তিনি এই ছবিটি করছেন। তবে ছবিটি নিয়ে বিস্তারিত এখনি বলতে চাইলেন না। এই ছবির জন্য বাংলাদেশের একজন অভিনেত্রী লাগবে, সে কারণে বিশাল প্রথমে প্রস্তাব পাঠান বিদ্যা সিনহা মিমের কাছে। এরপর মেহজাবীনকেও একই প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছেন ‘মকবুল’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’ -খ্যাত এই নির্মাতা। দুই অভিনেত্রীরই একই মন্তব্য, ছবিটির গল্পের সঙ্গে নেতিবাচকভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। গুঞ্জন রয়েছে একই প্রস্তাব ছিলো জয়া আহসানের কাছেও। তারা কেউ এই ছবিটি করতে রাজি হননি।

‘খুফিয়া’ ছবিটি হতে যাচ্ছে একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার। এরআগে ছবিটি প্রসঙ্গে বিশাল ভরদ্বাজ বলেছেন, ‘ভারতীয় চলচ্চিত্রে এই মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি।’ তবে ছবির প্লট নিয়ে আগাম কিছুই বললেন না নির্মাতা। এরইমধ্যে ছবির টিজারও প্রকাশ করেছে নেটফ্লিক্স। যেখানে দেখা যায় বলিউডের একঝাঁক জনপ্রিয় মুখ। আছেন টাবু, আলী ফজল, আশীষ বিদ্যার্থীর মতো অভিনেতারা।

এই ছবিতে বাঁধনের চরিত্র নিয়ে এখনও নির্মাতা কিংবা নেটফ্লিক্স এর পক্ষেও কিছুই খোলাসা করা হয়নি।

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র