হোম > বিনোদন > বলিউড

জওয়ানে এ কোন শাহরুখ!

মুক্তি পেল বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন ছবি ‘জওয়ান’-এর টিজার। আর এতে শাহরুখের লুক দেখে রীতিমতো চমকে গেছেন দর্শক। সেই সঙ্গে বুঝেও নিয়েছেন, ভরপুর অ্যাকশনের ছবি হতে চলেছে ‘জওয়ান’।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, আগামী বছর শাহরুখের অন্তত তিনটি বিগ বাজেটের ছবি মুক্তি পেতে যাচ্ছে। আর ছবিগুলো হচ্ছে—‘পাঠান’, ‘ডাঙ্কি’ ও ‘জওয়ান’। এর মধ্যে ‘জওয়ান’ নিয়ে উত্তেজনা একটু বেশিই। শাহরুখ ও প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জওয়ান’ নিয়ে তাঁদের প্রত্যাশার মাত্রা একটু বেশিই। 

‘জওয়ান’-এর নির্মাতা দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার, যাঁকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। ‘জওয়ান’ ছবিটিও হিন্দির পাশাপাশি মুক্তি পাবে তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায়। 

শাহরুখের সঙ্গে অ্যাটলির এটিই প্রথম কাজ। দক্ষিণী গণ্ডি পেরিয়ে এই ছবির মাধ্যমে বলিউডে হাতে খড়ি হতে চলেছে পরিচালকের। কেমন হতে চলেছে দক্ষিণের তারকা পরিচালক আর বলিউড সুপারস্টারের যুগল প্রয়াস, তা দেখতে অপেক্ষা করতে হবে ২০২৩ সাল নাগাদ। 

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ