মুক্তি পেল বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন ছবি ‘জওয়ান’-এর টিজার। আর এতে শাহরুখের লুক দেখে রীতিমতো চমকে গেছেন দর্শক। সেই সঙ্গে বুঝেও নিয়েছেন, ভরপুর অ্যাকশনের ছবি হতে চলেছে ‘জওয়ান’।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, আগামী বছর শাহরুখের অন্তত তিনটি বিগ বাজেটের ছবি মুক্তি পেতে যাচ্ছে। আর ছবিগুলো হচ্ছে—‘পাঠান’, ‘ডাঙ্কি’ ও ‘জওয়ান’। এর মধ্যে ‘জওয়ান’ নিয়ে উত্তেজনা একটু বেশিই। শাহরুখ ও প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জওয়ান’ নিয়ে তাঁদের প্রত্যাশার মাত্রা একটু বেশিই।
শাহরুখের সঙ্গে অ্যাটলির এটিই প্রথম কাজ। দক্ষিণী গণ্ডি পেরিয়ে এই ছবির মাধ্যমে বলিউডে হাতে খড়ি হতে চলেছে পরিচালকের। কেমন হতে চলেছে দক্ষিণের তারকা পরিচালক আর বলিউড সুপারস্টারের যুগল প্রয়াস, তা দেখতে অপেক্ষা করতে হবে ২০২৩ সাল নাগাদ।