হোম > বিনোদন > বলিউড

‘রাধে’র অর্থ দিয়ে ত্রাণ দেবেন সালমান

বিনোদন ডেস্ক

আসছে ১৩ মে বিগ ইভেন্ট! মুক্তি পাবে বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘রাধে- ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। সিনেমা হল ও অনলাইন প্ল্যাটফর্ম জি ফাইভ-এর পে পার ভিউ সার্ভিস ‘জি পেক্স’ এ দেখা যাবে সিনেমাটি। বুধবার (৫ মে) ইউটিউবে এসেছে ‘রাধে’র টাইটেল গান। ২৩ ঘণ্টায় ভিউ প্রায় দশ মিলিয়ন!

দেখুন ‘রাধে’র টাইটেল সং:

নতুন খবর, ‘রাধে’ থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ করোনার ত্রাণে লাগানো হবে। ভারতের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিনেমাটির প্রযোজক সংস্থা জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ এবং সালমান খান ফিল্মস জানিয়েছে, হলে ও অনলাইন প্ল্যাটফর্মে যাঁরা সিনেমাটি দেখবেন, সেই অর্থের একটি অংশ করোনা ত্রাণের কাজে ব্যবহার করবেন তাঁরা।

প্রখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা প্রভুদেবা পরিচালিত ‘রাধে’ সংশ্লিষ্টরা জানাচ্ছেন, বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান ‘গিভ ইন্ডিয়া’ মঞ্চের অংশীদার হিসাবে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দান করবেন তাঁরা। এছাড়া সিনেমা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে করোনায় বিনোদন ইন্ডাস্ট্রির ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সাহায্য করবেন।

জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভারত একটা বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। দর্শকদের কেবল বিনোদন দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। ব্যবসায়িক লাভের কথা চিন্তা না করে, এই মুহূর্তে দেশবাসীর পাশে দাঁড়াতে চাই আমরা। রাধে মুক্তি পাওয়ার পর সেখান থেকে প্রাপ্ত যে পরিমাণ অর্থ আমরা করোনাত্রাণে দান করব, তা বহু মানুষকে সহায়তা করতে পারবে।’

সালমান খান ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত বছর করোনার সময় থেকেই আমার মানুষের পাশে ছিলাম। এখনো আছি। করোনায় পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম, রাধে সিনেমাটি আটকে রাখা ঠিক হবে না। এ থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে দান করাটাই উপযুক্ত হবে বলে মনে করেছি।’

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ