হোম > বিনোদন > বলিউড

যে কারণে লন্ডনে আটকে আছে সঞ্জয়ের মরদেহ, অপেক্ষায় কারিশমা কাপুর

বিনোদন ডেস্ক

১২ জুন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ব্রিটেনে মারা গেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ও ভারতের অন্যতম ধনকুবের সঞ্জয় কাপুর। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পোলো খেলার সময় হার্ট অ্যাটাক হয় সঞ্জয়ের, এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। কিন্তু ঠিক কী কারণে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন সঞ্জয়? গণমাধ্যমগুলো জানিয়েছে, খেলার সময় হঠাৎ একটি মৌমাছি গিলে ফেলেছিলেন সঞ্জয়, ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং হার্ট অ্যাটাক করেন তিনি।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকলেও সঞ্জয়ের আসল বাড়ি দিল্লিতে। তাই তাঁর শেষকৃত্যের আয়োজন করা হয়েছে দিল্লিতে। তবে ইমিগ্রেশন আইনের জটিলতায় লন্ডনে আটকে আছে সঞ্জয়ের মরদেহ। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সঞ্জয় একজন মার্কিন নাগরিক। তিনি মারা গেছেন ব্রিটেনে, তাঁর আসল বাড়ি ভারতের দিল্লিতে। কিন্তু তাঁর ভারতের নাগরিকত্ব নেই। তাই একাধিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পরিবারকে, তা না হলে ভারতে নেওয়া যাবে না সঞ্জয়ের মরদেহ।

কারিশমা কাপুর; ছবি: সংগৃহীত

সঞ্জয়ের বাবা শিল্পপতি অশোক সচদেব জানিয়েছেন, লন্ডনে ময়নাতদন্ত শেষে একাধিক কাগজের কার্যক্রম সম্পন্ন করতে হবে। সে কারণেই সঞ্জয়ের মরদেহে আনতে দেরি হচ্ছে।

জানা গেছে, সঞ্জয়ের মরদেহ বর্তমানে লন্ডনের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা আছে। দিল্লিতে মরদেহ সৎকারের জন্য তিন দেশের একাধিক কাগজ ও অনুমোদন লাগবে।

কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর ; ছবি: সংগৃহীত

২০০৩ সালে বিয়ে করেন সঞ্জয় ও কারিশমা কাপুর। প্রায় ১১ বছর সংসারজীবন পার করে বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি। তাঁদের সংসারে দুই সন্তান সামাইরা ও কিয়ান। জানা গেছে, সঞ্জয়ের মরদেহের অপেক্ষায় আছেন কারিশমাও। সাবেক স্বামীর শেষকৃত্যে সন্তানদের নিয়ে উপস্থিত থাকবেন তিনি।

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো