বাবা এসএ চন্দ্রশেখর ও মা শোভা চন্দ্রশেখসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। তামিলনাড়ুর মাদ্রাজ সিটি কোর্টে মামলাটি করেছেন এ তামিল সুপারস্টার।
মামলায় উল্লেখ করেছেন, বাবা-মাসহ তার সাবেক কোনো সহকারী যেন বিজয়ের নাম অথবা তার ফ্যান ক্লাবের নাম রাজনৈতিক দলে ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে নিষেধাজ্ঞা চেয়েছেন।
বিজয়ের বাবা এসএ চন্দ্রশেখর ‘অল ইন্ডিয়া থালাপাতি বিজয় মাকল আইয়াকাম’ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন। ভারতের নির্বাচন কমিশনের তথ্যমতে, দলটির কোষাধ্যক্ষ বিজয়ের মা শোভা চন্দ্রশেখর এবং সাধারণ সম্পাদক তার বাবা এসএ চন্দ্রশেখর। এরপর সকলের ধারণা ছিল, খুব শিগগির এই দলে যোগ দেবেন বিজয়ও। কিন্তু তা করেননি এই অভিনেতা।
শিগগিরই পরিচালক নেলসন দিলীপ কুমারের ‘বিস্ট’ ছবিতে দেখা যাবে বিজয়কে। ছবিটির জন্য এ অভিনেতা পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ১০০ কোটি রুপি। এতে স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন তিনি।