মা হয়েছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ১ আগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ‘বরফি’ অভিনেত্রী। গতকাল শনিবার ইলিয়ানা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের ছবি পোস্ট করে এই সুখবর জানিয়েছেন। ইলিয়ানা ছেলের নাম রেখেছেন ‘কোয়া ফিনিক্স ডলান’।
ঘুমিয়ে থাকা সদ্যোজাত সন্তানের ছবি পোস্ট করে ইলিয়ানা লিখেছেন, ‘আমাদের প্রিয় সন্তানকে পৃথিবীতে আনতে পেরে আমরা কতটা খুশি তা কোনো শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমাদের হৃদয় আজ পূর্ণ।’ ইলিয়ানার পোস্টে অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভরে গেছে। এদিকে অন্য অভিনেত্রীদের মতো ইলিয়ানা সদ্যোজাত সন্তানের মুখ লুকিয়েও রাখেননি, সন্তানের মুখ দেখে খুশি অনুরাগীরা।
গত এপ্রিলে বেবি বাম্পের ছবি দিয়ে মা হতে চলার খবর জানিয়েছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। তবে সন্তানের বাবা কে, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ইলিয়ানাকে। কারণ ইলিয়ানা বিবাহিত নন, আর তাঁর সঙ্গীর নামও কেউ জানতেন না। যদিও কারও কথায় কান দেননি ইলিয়ানা, বরং গর্ভাবস্থাকে চুটিয়ে উপভোগ করেছেন।
ইলিয়ানাকে সর্বশেষ দেখা যায় হিন্দি সিনেমা ‘দ্য বিগ বুল’-এ। অভিষেক বচ্চনের সঙ্গে সেই সিনেমাটি মুক্তি পায় দুই বছর আগে। চলতি বছর দুই সিনেমায় দেখা যাবে ইলিয়ানাকে, যার একটি ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’র শুটিং শেষ। নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমার শুটিং চলছে এখন।