হোম > বিনোদন > বলিউড

কান্না ধরে রাখতে পারলেন না কাজল

কাজল, রানি মুখার্জিদের বাড়ির দুর্গাপুজা মুম্বাইয়েও বেশ জনপ্রিয়। মুখোর্জি বাড়ির পুজাতে অংশ নেওয়ার জন্য দূর দূর থেকে লোক ছুটে আসেন। তার কারণ ভোগ খাওয়া এবং সামনে থেকে কাজল, রানিদের এক ঝলক দেখে নেওয়া। প্রতিবারই নিয়ম মেনে কাজল ও রানিরা এই পুজায় রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েন। পুজার প্রত্যেকটি আচার-অনুষ্ঠানে অংশও নেন তাঁরা। তবে করোনার কারণে গত বছর থেকেই একটু অন্যরকম মুখার্জি বাড়ির পুজা। আর এবার তো বাইরের দর্শনার্থীদের ভিতরে ঢোকার অনুমতিই নেই।

সম্প্রতি সামনে এল কাজল ও রানির বাড়ির পুজার এক ভিডিও। যেখানে লাল শাড়িতে দেখা গেল কাজলকে। গত বছরের পুজায় বাড়িতে আসতে পারেননি কাজল। দেখা হয়নি কাকা, জ্যাঠাদের সঙ্গে। ভিডিওতে দেখা গেল কাকা, জ্যাঠাদের সামনে পেয়ে জড়িয়ে ধরলেন কাজল। ক্যামেরার সামনেই কেঁদে ফেললেন। কাজলের এই অবস্থা দেখে তাঁকে সামলে নিলেন কাকা দেব মুখার্জি। মুছে দিলেন কাজলের চোখের পানি।

সপ্তমী থেকে দশমী মুখার্জি বাড়িতেই কাটান কাজল। এই পুজাতে অংশ নেন স্বামী অজয় দেবগনও। সঙ্গে থাকেন কাজলের কন্যা ও পুত্র। পুজার কয়েকটা দিন কাজল একেবারেই বাঙালি মেয়ে। শাড়ি পরেন, ভোগ খান, পুজার নানা অনুষ্ঠানের সঙ্গে যুক্তও হন। ঢাকের তালে নাচেনও কাজল।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র