বলিউডপাড়ায় এই সময়ে অন্যতম আলোচ্য বিষয় হৃতিক রোশন এবং সাবা আজাদের প্রেম। সম্প্রতি দুজনকে রেস্তোরাঁ থেকে হাত ধরে বের হতে দেখা যায়। তাতেই গুঞ্জন শুরু হয়, প্রেম করছেন নাকি হৃতিক রোশন আর সাবা আজাদ। এবার এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য টাইমস অব ইন্ডিয়া যোগাযোগ করে সাবার সাবেক প্রেমিক নাসিরউদ্দিন শাহের ছেলে ইমাদের সঙ্গে। এর আগে নাসিরউদ্দিন শাহর ছেলে ইমাদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাবার। ২০১৩ সাল থেকে তাঁরা লিভ-ইনের সম্পর্কে ছিলেন। ২০২০ সালে সেই সম্পর্কে ইতি টানেন তাঁরা।
সাবা আজাদের আসল নাম সাবা সিং গ্রেওয়াল। সাবা একজন মডেল, সিঙ্গার ও অভিনেতা। ২০০৮ সালে বলিউডের সিনেমা ‘দিল কাবাডি’ দিয়ে অভিষেক। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। ২০২১ সালে অভিনয় করেছেন ‘ফিলস লাইক ইশক’ ছবিতে।