হোম > বিনোদন > বলিউড

সেমিফাইনালের পর বলিউডের যে তারকা দম্পতির বাড়িতে নৈশভোজ করেন বেকহাম

গতকাল বুধবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল উপলক্ষে স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাট। খেলা দেখতে মাঠে এসেছিলেন বলিউড থেকে দক্ষিণী ছবির একঝাঁক তারকা। সস্ত্রীক খেলা দেখতে আসেন রজনীকান্ত, রণবীর কাপুর থেকে আম্বানী পরিবারও। এ ছাড়া খেলা দেখেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম।

এবার বেকহাম ভারতে এসেছেন ইউনিসেফের কাজে। ম্যাচের জন্য গতকাল প্রায় সারা দিন মাঠ কেটেছে তাঁর। তার পর তিনি দেখা করেন বলিউড তারকাদের সঙ্গে। বেকহামের জন্য রাতে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন বলিউড অভিনেত্রী সোনাম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজা। যারা বছরের অধিকাংশ সময় এখন লন্ডনেই কাটান।

সোনামের স্বামী আনন্দ লন্ডনের শিল্পপতি। স্বাভাবিক ভাবেই সেখানকার অভিজাত মহলে তাঁর ওঠাবসা রয়েছে। তাই বেকহাম ভারতে আসতেই অতিথি আপ্যায়নের সুযোগ ছাড়তে চাননি অনিল-কন্যা। গতকাল বৃহস্পতিবার সোনামের মুম্বাইয়ের বাড়িতে হয় রাতের খাবারের আয়োজন।

একেবারে হাতে গোনা লোকজন ছিলেন সেখানে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে অতিথির সংখ্যা ছিল ২৫। সাম্প্রতিক অতীতেও যখনই বিদেশ থেকে খ্যাতনামা তারকারা এসেছেন, বলিউডের তারকাদের বাড়িতে ঢুঁ মেরেছেন তাঁরা। বেশ কয়েক বছর আগে এড শিরান এসেছিলেন মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে। সেই সময় তাঁর জন্য একটি ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন কারিনা কাপুর খান।

‘কাভি খুশি কাভি গাম’-এর সিকুয়েল বানাচ্ছেন করণ জোহর

শাহরুখ ও আমিরের পরেই অক্ষয় খান্না

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য