অভিনয় দিয়ে নজর কাড়তে না পারলেও ব্যক্তিজীবনের নানা ঘটনা দিয়ে বারবার এসেছেন আলোচনায়। পোশাক থেকে অঙ্গভঙ্গি—বিভিন্ন কারণে বারবার তিনি উঠে এসেছেন শিরোনামে। তবে গত ১ ফেব্রুয়ারি থেকে সবকিছুই এখন অতীত। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই তাঁর মৃত্যুর খবর ছড়ায়। পুনমের সোশ্যাল মিডিয়ায় খবরটা পোস্ট করেছিলেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা।
এদিকে পুনমের মৃত্যুর ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আর তাই পুনমের মৃত্যু নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। অফিশিয়াল এক বিবৃতিতে পুনমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা। তিনি জানান, পুনম সার্ভিকাল ক্যানসারে (জরায়ুমুখের ক্যানসার) ভুগছিলেন।
এদিকে এরই মাঝে সংবাদমাধ্যমের কাছ থেকে পুনমের মৃত্যুর খবর পেয়ে হতবাক তাঁর দেহরক্ষী আমিন খান, যিনি দীর্ঘ ১১ বছর ধরে পুনমের সঙ্গে কাজ করছিলেন।
ই-টাইমসকে আমিন খান বলেন, ‘আমি এই খবরটা একদমই বিশ্বাস করতে পারছি না। আমি চেষ্টা করছি তাঁর বোনের সঙ্গে যোগাযোগ করার।’
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে পুনমের দেহরক্ষী হিসেবে কাজ করছেন আমিন খান। তাঁর কথায়, পুনম শরীর-স্বাস্থ্য নিয়ে ভীষণই সচেতন ছিলেন। সম্প্রতি মদ্যপান করাও ছেড়ে দিয়েছিলেন। পুনমের ব্যক্তিগত ট্রেনারও ছিল। দেহরক্ষী আমিনের কথায়, সেদিন পুনমের বাড়ি গিয়েও তাঁর অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। আর তাই পুনমের মৃত্যুর খবর কিছুতেই বিশ্বাস করতে পারছেন না আমিন।