হোম > বিনোদন > বলিউড

এতদিন পর ফিরছেন আনুশকা

আনুশকা শর্মাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‘জিরো’ ছবিতে। শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে জমিয়ে অভিনয় করলেও ছবিটির বক্স অফিস রিপোর্ট অত ভালো ছিল না।

এর পর প্রযোজনায় এসেছেন অভিনেত্রী। ক্যামেরার পেছনে সময় দিলেও এরমধ্যে অভিনেত্রী হিসেবে পাওয়া যায়নি আনুশকাকে। প্রায় ৩ বছর পর্দার বাইরে তিনি। এতদিন পর কামব্যাক করছেন আনুশকা। তা-ও একটি নয়, ফিরছেন একসঙ্গে তিনটি ছবি নিয়ে!

জানা গেছে, ৩টি বড় বাজেটের ছবি নিয়ে ফিরছেন আনুশকা শর্মা। ২০২২ সালেই শুরু হবে ছবি তিনটির শুটিং। দুটি ছবি মুক্তি পাবে সিনেমা হলে, আরেকটি ওয়েব প্ল্যাটফর্মে। ওয়েব ফিল্মটি নাকি ভারতীয় ওটিটি-র জগতে অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে।

দীর্ঘদিনের এই বিরতি কাটিয়ে আনুশকা নাকি আরও শক্তিশালী হিসেবে পর্দায় ফিরছেন। তাঁর এবারের ছবিগুলি গল্প ও বিষয়ের দিক থেকে একেবারেই আলাদা।

অভিনয়ের পাশাপাশি আনুশকা একজন সফল প্রযোজকও। ‘পাতাল লোক’, ‘বুলবুল’, ‘মাই’, ‘কালা’-র মতো অনেক ছবি ও সিরিজের প্রযোজক তিনি। নিজের প্রযোজনার তিনটি ছবিতে অভিনয়ও করেছেন আনুশকা— ‘ফিল্লাউরি’, ‘এনএইচটেন’ ও ‘পারি’-তে দেখা গেছে তাঁকে।

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র