আরবাজের সঙ্গে মালাইকার দীর্ঘ ১৮ বছরের সংসার ভেঙেছে ২০১৭ সালে। এরপর বলিউডের আরেক অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। আর নিজের থেকে ২২ বছরের ছোট এক ইতালিয়ান মডেল ও অভিনেত্রীর সঙ্গে প্রেমে জড়ান আরবাজ। সম্প্রতি জিওর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে আরবাজের চার বছরের সম্পর্ক ভেঙে গেছে। অনেকে এর দায়ভার দিয়েছেন আরবাজের সাবেক স্ত্রী মালাইকার ওপর। এবার তা নিয়ে মুখ খুলেছেন জিওর্জিয়া।
সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরবাজের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন জিওর্জিয়া। জানান, সম্পর্ক ভাঙার কারণ, তাঁরা মানুষ হিসেবে একে অন্যের থেকে বেশ আলাদা। দুজনেই জানতেন, এই সম্পর্ক চিরস্থায়ী হবে না।
জিওর্জিয়ার কথায়, ‘আমরা একে অপরের খুব ঘনিষ্ঠ ছিলাম। একসঙ্গে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আমার মনে হয়, শুরু থেকেই আমরা জানতাম, এটা স্থায়ী হবে না। কারণ, আমরা খুব আলাদা। দুজনেই সেটা বুঝতাম। কিন্তু আমাদের তা স্বীকার করার সাহস ছিল না। পরে একসঙ্গে বসেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিই।’