শাহরুখের ‘জওয়ান’ সিনেমায় জাহ্নবীর চরিত্রে অভিনয় করেন আলিয়া কোরেশি। সিনেমাটির সাফল্যের পর খোশমেজাজেই দিন কাটছিল আলিয়ার। বেড়াতে গিয়েছিলেন থাইল্যান্ডে। কিন্তু ফিরে এসে আলিয়া বলছেন, ঈশ্বর সহায়, যে তিনি বেঁচে ফিরেছেন। কিন্তু কী এমন ঘটেছিল সেখানে?
আলিয়া জানান, থাইল্যান্ডের একটা শপিংমলে বেড়াতে গিয়ে গোলাগুলির মাঝে পড়ে যান তিনি। ইনস্টাগ্রাম পোস্টে পুরো ঘটনার কথা জানিয়েছেন আলিয়া।
আলিয়া লিখেছেন, ‘এটা লেখা অনেক কঠিন। কিন্তু আমি চাই না আমার ইনস্টাগ্রাম এমন একটা জায়গা হোক যেখানে আমি শুধু চকচকে আর সুখের জিনিস নিয়ে কথা বলি। এখানে আমি ভয়ংকর ঘটনার কথাও বলব। আমি সিয়াম প্যারাগন শুটিংয়ে থাইল্যান্ডে ছিলাম। অন্যান্য দিনের মতোই আমি আর আমার এক বন্ধু একটা শপিংমলে ঢুকি। আমরা যখন চলন্ত সিঁড়ি দিয়ে উঠছি, তখন লোকজন হঠাৎই শুটার বলে চিৎকার করে। এরপর ৩টি গুলির শব্দ শুনেছি। সে এক ভয়ংকর অভিজ্ঞতা ছিল।’