হোম > বিনোদন > বলিউড

যুক্তরাষ্ট্রে ‘ট্রিপল আর’ সিনেমার অর্ধেক দেখেই ফিরে যেতে হলো দর্শকদের

আগের বছরের রেকর্ড ভেঙে বক্স অফিসে ঝড় তুলেছে এস এস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’। গত ২৫ মার্চ সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। আর মুক্তির পরই বাজিমাত। একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৮ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আরআরআর’। জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত ছবিটি এরই মধ্যে এক দিনে বিশ্বব্যাপী ২৫৭ কোটি রুপি আয় করেছে।

এদিকে ব্লকবাস্টার এ ছবি যুক্তরাষ্ট্রের একটি সিনেমা হলে প্রথমার্ধের পর আর দেখতে পারেননি দর্শক। গতকাল শনিবার আমেরিকার একটি সুপরিচিত সিনেমা হলে ছবিটির দৈর্ঘ্য নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে হল কর্তৃপক্ষ। তাই ৩ ঘণ্টা ১ মিনিটের এই ছবি প্রথমার্ধের পর মাঝ পথেই প্রদর্শন বন্ধ করে দেয় তারা। এ ঘটনায় হতবাক হয়ে পড়ে উপস্থিত দর্শক। অর্ধেক সিনেমা দেখেই ফিরে যেতে হয় তাদের। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 
 
বলিউড মুভি রিভিউজ এ ছবি নিয়ে বলেছে, মোট ৩০০ কোটি রুপি বাজেটের ‘আরআরআর’ সিনেমাটিতে তুলে ধরা হয়েছে দুই তেলেগু মুক্তিযোদ্ধা ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনি। সিনেমাটির এখন পর্যন্ত যত রিভিউ প্রকাশিত হয়েছে, প্রায় সবই ইতিবাচক। 

বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালন শনিবার সকালে টুইট করে জানিয়েছেন, প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭ দশমিক ১৫ কোটি রুপি ব্যবসা করেছে এই সিনেমা। এর মধ্যে শুধু অন্ধ্র প্রদেশ ও তেলিঙ্গানা থেকে ১২০ কোটি এবং ভারতের বাইরে ৭৮ কোটি রুপি আয় করেছে এই সিনেমা। 

নির্মাতা রমেশ বালা আরআরআর সম্পর্কে টুইটারে লিখেছেন, ‘প্রথম দিনে বিরাট কালেকশন করা প্রথম ভারতীয় সিনেমা।’ 

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো