হোম > বিনোদন > বলিউড

এবার মুক্তির অপেক্ষা

করোনায় সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। যার কারণে আগেই বোঝা গিয়েছিল, ঘোষণা দিলেও চলতি বছরের বড়দিনে আসছে না আমির খানের আলোচিত ছবি ‌‘লাল সিং চাড্ডা’। তবে জানা যায়, আমির খানের ‘লাল সিং চাড্ডা’র শুটিং শেষের পথে। বলা যায়, ৯৯ শতাংশ শুটিং শেষ। মুম্বাইয়ে ৩ দিনের জন্য স্টুডিওতে শুটিংয়ের পর সিনেমার শুটিংয়ে ইতি টানা হবে।

যদি কোনো দৃশ্য বাদ বা নতুন করে যোগ না করা হয় তাহলে ছবির শুটিং শেষে পোস্ট প্রডাকশন শুরু করা হবে। আমির খান বলেন,‘কাজ যেহেতু শেষের পথে তবে পরিস্থিতি অতিরিক্ত খারাপ না হলে এই বছর বড়দিনেই আসছে ছবিটি।’

সিনেমায় বাকি দুই খানের ক্যামিও আছে বলে শোনা যায়। এছাড়া আক্কেনিনি নাগাচৈতন্য, কারিনা কাপুর খানও আছে এই সিনেমায়।

বড়দিনে ‘পুস্পা’ এবং ‘স্পাইডার ম্যান’ এর সাথে সিনেমাটির ক্ল্যাশ হতে পারে।

১৯৯৪-এর মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘লাল সিং চাড্ডা’ ছবিটি তৈরি হচ্ছে। এতে প্রধান চরিত্রে আছেন আমির খান। সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর। পরিচালনায় আছেন অদ্বৈত চন্দন। আর এর যৌথ প্রযোজক আমির খান ও তার স্ত্রী কিরণ।

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র