হোম > বিনোদন > বলিউড

সোনাক্ষী–জহিরের বিয়ের অ্যালবাম

ট্রলের যন্ত্রণায় সামাজিক মাধ্যমে মন্তব্যের ঘর বন্ধ রাখলেও আজ বৃহস্পতিবার বিকেলে ইনস্টাগ্রামে বিয়ের ভিডিও শেয়ার করেছেন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। গত রোববার তাঁরা বিবাহ নিবন্ধন করেছেন। ভিডিওটিতে সোনাক্ষী এবং জহির ইকবালের ‘অগোছালো ছোট্ট শাদি কা ঘর’–এর কিছু ঝলক রয়েছে। 

ভিডিওটির শুরুতে দেখা যায়, নবদম্পতি পরিবারের সঙ্গে বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সারেন। নিবন্ধন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা উল্লাসে মেতে ওঠেন। ভিডিওতে সোনাক্ষীর বাবা–মা শত্রুঘ্ন এবং পুনম সিনহাকেও একঝলক দেখা যায়। এরপর মালাবদলের দৃশ্য এবং বিয়ের প্রতিজ্ঞা বিনিময়।

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে সোনাক্ষী সিনহা লিখেছেন, ‘পরিবার, বন্ধু, প্রেম, বন্ধুত্ব, হাসি, নির্বোধ মন্তব্য, বাচ্চাদের ছোটাছুটি, খুশির কান্না, উত্তেজনা, ব্লুপার, চিৎকার, মজা, আনন্দ, প্রত্যাশা, স্নায়ু, আবেগ এবং সর্বোপরি বিশুদ্ধ আনন্দ। এটিই ছিল আমাদের অগোছালো ছোট্ট শাদি কা ঘর!’

কয়েক সপ্তাহ ধরে গুজব ও জল্পনা–কল্পনা কাটিয়ে পারিবারিক অনুষ্ঠানে এই দম্পতি বিয়ে সেরেছেন। সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল ২০১৭ সাল থেকে প্রেম করছেন। গত রোববার বিকেলে তারই পরিণতি হলো। অনুষ্ঠানে শুধু ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ডাবল এক্সএল–এর সহ–অভিনেতা।

২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং সিনেমা দিয়ে সোনাক্ষী সিনহার বলিউডে আত্মপ্রকাশ ঘটে। তিনি সালমান খানের সঙ্গে দাবাং সিনেমার পরবর্তী দুটি সিরিজেও অভিনয় করেন। 

এ ছাড়া এই অভিনেত্রী রাউডি রাঠোর, সান অব সরদার, দাবাং ২, হলিডে: অ্যা সোলজার ইজ নেভার অফ ডিউটি, লুটেরা, ওয়ানস আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা, আর...রাজকুমার, অ্যাকশন জ্যাকসন, কলঙ্ক, ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া, ডাবল এক্সএল এবং মিশন মঙ্গল– এর মতো ছবিতে অভিনয় করেছেন।

সোনাক্ষী সিনহা গত বছর রীমা কাগতির দাহাদ দিয়ে ওয়েব সিরিজে অভিষিক্ত হন। সম্প্রতি সঞ্জয় লীলা বানশালির ম্যাগনাম অপাস হিরামান্ডিতে অভিনয় করেছেন। তাঁকে রিতেশ দেশমুখ এবং সাকিব সেলিমের সঙ্গে হরর কমেডি কাকুদা–তে দেখা যাবে। কাকুদা আগামী ১২ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জি৫–এ প্রিমিয়ার হবে।

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ